আজকাল ওয়েবডেস্ক: চাঁদের ঘরে কী আছে? কৌতূহল যুগ যুগের। কৌতূহল নিরসনে, কাজও চালিয়ে যাছে মহাকাশ গবেষণা সংস্থা। একে একে চাঁদের ঘরে চন্দ্রযান পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই সাফল্যের সরণীতে সবথেকে উল্লেখ্যযোগ্য চন্দ্রযান ৩। তিন-এর সাফল্যের পরেই ইসরো পরিকল্পনা করে ফেলেছে চন্দ্রযান ৪-এর।
কেন্দ্রের তরফে অনুমোদনও দেওয়া হয়েছে। এবার পরিকল্পনা চন্দ্রযান ৫-এর। ইসরোর তরফে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে ছাড়পত্রও মিলেছে চন্দ্রযান ৫-এর জন্য। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন কেন্দ্রের ছাড়পত্রের কথা জানিয়েছেন। জাপানের সঙ্গে হাত মিলিয়ে চন্দ্রযান ৫-এর কাজ করবে ভারত। মূল লক্ষ্য চাঁদের পৃষ্ঠদেশে গবেষণা করা।
চন্দ্রযান ৫-এর উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা না হলেও, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইসরো ২০২৭-এ উৎক্ষেপণ করতে পারে চন্দ্রযান-৪।
চন্দ্রযান ৫-এর জন্য চমক থাকছে রোভারের ক্ষেত্রেও। চন্দ্রযান ৩-এ রোভার প্রজ্ঞান ছিল ২৫ কেজি ওজনের। জানা গিয়েছে চন্দ্রযান ৫-এর রোভারের ওজন হবে আগের রোভারের থেকে ১০গুণ বেশি। অর্থাৎ ২৫০ কেজি।
উল্লেখ্য, চন্দ্রযান ১-এর উৎক্ষেপণ হয় ২০০৮ সালে।
চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ হয় ২০১৯সালে।
চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণ হয় ২০২৩ সালে।
