আজকাল ওয়েবডেস্ক : ভোটের পরেও শান্তি ফেরেনি উপত্যকায়। ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল কাশ্মীর। শনিবার সকালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম ২ জঙ্গি। এখনও লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। এই ঘটনার জেরে ৪ জন পুলিশ আহত হয়েছে বলে খবর। 

 

নির্বাচনের আগে থেকেই উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ বাড়িয়েছিল জঙ্গিরা। আলোর উৎসবেও রক্তাক্ত হয়েছে কাশ্মীর। গতকাল শুক্রবার দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে মারে জেহাদিরা। তার পরই যৌথ জঙ্গিদমন অভিযানে নামে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী। শ্রীনগরের খয়নার ও অনন্তনাগে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে গোয়েন্দা সূত্রে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। তাতেই মিলল সাফল্য। অনন্তনাগের হলকন গলি এলাকায় জওয়ানদের গুলিতে নিকেশ হয় ২ জঙ্গি ।     

গতকাল জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৫ বছরের সোফিয়ান ও ২০ বছরের উসমান মালিক। দুজনেই সাহারানপুরের বাসিন্দা। তাঁরা কাজ করতেন কাশ্মীরের জলশক্তি দপ্তরে চুক্তিভিত্তিক শ্রমিক হিসাবে। মাগাম এলাকায় তাঁদের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।