আজকাল ওয়েবডেস্ক: দিল্লির একটি হাসপাতালে অবাক করা কান্ড। একই ওয়ার্ডের কাজ করা ১০ জন নার্সের ধরা পড়ল ব্রেন টিউমার।
দিল্লির নিউটাউন ওয়েলেসলি হাসপাতালে অবাক করা কান্ড সকলকে অবাক করে দিয়েছে। একই মেটারনাল কেয়ার ওয়ার্ডে কাজ করতেন বেশ কয়েকজন নার্স। তবে অবাক করা বিষয় হল তাদের মধ্যে ১০ জনের একইসঙ্গে ব্রেন টিউমার ধরা পড়েছে। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ।
এই নার্সদের মধ্যে কয়েকজনের পরিস্থিতি বেশ খারাপ। যদিও বাকিদের মধ্যে সেই বিষয়টি নেই। একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে একজন নার্স জানিয়েছেন দিনের পর দিন তিনি অসুস্থ বোধ করতেন। তবে তার মধ্যেও তিনি কাজ করেছেন। কেন একসঙ্গে এক ওয়ার্ডে কাজ করা এতগুলি নার্সের একই রোগ হবে তা নিয়ে কোনও উত্তর মিলছে না।
এই হাসপাতালের দিকে অভিযোগের তির দিয়েছেন বেশ কয়েকজন নার্স। তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা নিজেদের অসুস্থতার কথা বলেছিলেন। তবে তা নিয়ে হেলদোল করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এবার প্রায় সকলের অপারেশন করা হবে বলেই খবর মিলেছে। এক নার্সের দাবি এই হাসপাতালে কাজ করা আরও বেশ কয়েকজন নার্সের একই রোগ হচ্ছে। কারণ এখনও অজানা।
কেন একসঙ্গে এতজন নার্সের একই রোগ হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে তারা এবিষয়ে সমস্ত স্বাস্থ্যবিধি পালন করছেন। তবে কীভাবে এই ঘটনা হল তা নিয়ে চিন্তায় রয়েছেন তারাও।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি হাসপাতালে কাজ করলেই যে এই রোগ হবে একথা বলার কারণ নেই। হাসপাতালের পরিবেশ যথেষ্ট সুস্থ রয়েছে। তবে কেন এই ঘটনাটি হল তা নিয়ে ধন্ধে রয়েছেন তারাও।
যদিও হাসপাতালের এই যুক্তি মোটেই মানছেন না নার্সদের পরিবার। তাদের দাবি হাসপাতালের পরিবেশ থেকেই এই মারণ রোগ বাসা করেছে তাদের সন্তানদের দেহে। নাহলে একই রোগ এতজন নার্সের দেহে কীভাবে সম্ভব। এখন হাসপাতাল নিজের দায় এড়িয়ে চলছে।
