আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার ওয়ারঙ্গল জেলায় এক নার্সিং ছাত্রীর ওপর হামলা হল। তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর দিকে রাসায়নিক পদার্থ ছুড়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, গত সোমবার সন্ধ্যায় জেলার কাজিপেট মণ্ডল এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনা ঘিরে সম্প্রতি চরম শোরগোল৷ 

জানা গিয়েছে, জাঙ্গাওঁ জেলার ওই ছাত্রী গুরুতর আঘাত পেয়েছেন বাঁ পায়ে। তাঁকে সঙ্গে সঙ্গে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা আশাবাদী, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীটি স্কুটারে করে হানামকোন্ডায় তাঁর কলেজ থেকে দিদিমার বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রাথমিক খবর অনুযায়ী, মুখোশ পরা তিন দুষ্কৃতী বাইকে এসে তাঁর পথ আটকায়। তারা ওই দাহ্য তরলটি ছুড়ে দিয়েই এলাকা ছেড়ে চম্পট দেয়।

ওই রাসায়নিকের প্রভাবে ছাত্রীর বাঁ পা এবং কোমরের কিছু অংশ সামান্য ঝলসে গিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসাধীন আছেন।

এই হামলার ঘটনায় পুলিশ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের খুঁজে বের করার জন্য বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে। নিজেদের পরিচয় আড়াল করতে হামলাকারীরা হেলমেট পরে এসেছিল।

এই হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ব্যক্তিগত শত্রুতা বা পিছু নেওয়ার মতো কারণগুলি খতিয়ে দেখছে।

এই ঘটনা ওয়ারঙ্গল-হানামকোন্ডা অঞ্চলে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। অনেকেই ২০০৮ সালের সেই ভয়াবহ অ্যাসিড হামলার কথা মনে করছেন। সেই সময় প্রেম নিবেদনে প্রত্যাখানের জেরে দুই ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে আক্রমণ করা হয়েছিল। সেই ঘটনার অভিযুক্তরা পরে পুলিশের 'এনকাউন্টারে' নিহত হন। খবর অনুযায়ী, কাজিপেট পুলিশের উপর এখন দ্রুত পদক্ষেপ করার চাপ রয়েছে। পুলিশ জনতাকে আশ্বাস দিয়েছে যে সিসিটিভি ফুটেজ-সহ সব রকম ব্যবস্থা নিয়ে তিন অপরাধীকে ধরার চেষ্টা চলছে, যাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে আস্থা ফেরে।