আজকাল ওয়েবডেস্ক: চাকরি জীবনের শুরু, তা নিয়েই উচ্ছ্বাস থাকে সাধারণের। কিন্তু এই মহিলার চাকরি জীবনে যোগ দেওয়ার আগেই পেরিয়ে গেল অবসরের দিন! শুনতে অবাক লাগলেও, হল তাই। 

ঘটনাস্থল বিহার। সেখানকার অনীতা কুমারী। চিঠি পেয়েছিলেন স্পেশ্যাল শিক্ষিকা হিসেবে যোগদান করার। ডিসেম্বর ৩০, ২০২৪-এ তিনি চিঠি পেয়েছিলেন। তাতে লেখা ছিল, জানুয়ারি ২০২৫-এর ১ থেকে ৭ তারিখের মধ্যে নয়া পদে যোগদান করতে হবে তাঁকে। কিন্তু করা হল না।

কারণ? কারণ, চিঠিতে যোগদানের যে দিনের উল্লেখ ছিল, তার আগেই পেরিয়ে গিয়েছে অবসরের দিন। কারণ, ৩১ ডিসেম্বর, ২০২৪ তাঁর ৬০ বছর বয়স হয়ে গিয়েছে। এমনিতেই বেশিরভাগ খাতে এখনও চাকরির সময়সীমা ৬০বছর। 

অনীতা কুমারী ২০০৬সালে পঞ্চায়েত শিক্ষিকা হিসেবে একটি  স্কুলে কর্মজীবন শুরু করেন। পরে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। ২০২৪ সালে তিনি আরও একটি পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, তিনি বিশেষ শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। 

কিন্তু ততদিনে তাঁর বয়স হয়ে গিয়েছে ৬০। অনীতা কুমারীর আক্ষেপ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও, যোগ্যতা থাকার পরেও তিনি চাকরিতে বিশেষ শিক্ষিকা হিসেবে যোগদান করতে পারলেন না। কারণ শিক্ষা দপ্তর সাফ জানিয়েছিল, বয়স ৬০ হয়ে গেলে, অবসর নেওয়া বাধ্যতামূলক।