আজকাল ওয়েবডেস্কঃ অবাক কাণ্ড! হাতের জাদুতে বিশ্ব রেকর্ড গড়ল এক দল পড়ুয়া। তাঁদের সাফল্যের সাক্ষী রইল গোটা তামিলনাড়ু।
মাত্র ৫১ মিনিটে এক হাজারটি কার্টুনের এঁকে বিশ্বরেকর্ড গড়ল ভিলুপ্পুরমের এক দল ছাত্র। ‘কালাম বিশ্ব রেকর্ড’ নামে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল রামজি ওভিয়া অ্যাকাডেমির তরফে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল তরুণ প্রতিভাদের উৎসাহিত করা। বিশেষ করে পড়ুয়াদের উদ্বুদ্ধ করা।
এই প্রতিযোগিতায় মূলত ৭৫ মিনিটে এক হাজারটি কার্টুন আঁকার টার্গেট দেওয়া হয়ছিল। প্রথম থেকে একাদশ শ্রেণীর সকল পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এবং কৃতিত্বের জন্য তাঁদের সার্টিফিকেট এবং পদকও প্রদান করা হয়েছিল। এই অনুষ্ঠানে পড়ুয়াদের মা-বাবারাও উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। ভিলুপ্পুরম সম্প্রদায়ের জন্য এই মুহূর্তটি অন্তত গর্বের ছিল। এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানটি কেবল নতুন রেকর্ডই তৈরি করে থেমে থাকেনি। বরং ভারতের তরুণ প্রজন্মের সৃজনশীলতা এবং দৃঢ়তাকেও তুলে ধরেছে।
