আজকাল ওয়েবডেস্ক: হাইওয়ের ধারে পড়ে রয়েছে লাল রঙের নতুন সুটকেস। পথচলতি মানুষের নজরে পড়তেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছেই পুলিশের নজরে পড়ে, সুটকেসের ফাঁকে আটকে রয়েছে গোছা গোছা চুল। পুরো ব্যাগ খুলতেই আঁতকে উঠল তারা। সুটকেসের মধ্যে রয়েছে এক তরুণীর মৃতদেহ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। দিল্লি-লখনউ হাইওয়ে থেকে লাল রঙের সুটকেসটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আজ দুপুরেই পথচলতি লোকজন থানায় ফোন করে জানান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেন্সিক দল। সুটকেসটি খোলার আগের চুল নজরে পড়ে।
সুটকেসের চেন খুলতেই এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। সুটকেসের মধ্যে কয়েক টুকরো কাপড় পাওয়া গিয়েছে। দেহটি উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল সিল করে শুরু হয়েছে তদন্ত।
পুলিশের অনুমান, তরুণীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁর নাম, পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহটি দেখে অনুমান করা যাচ্ছে, একদিন আগেই তাঁকে খুন করা হয়েছে। খুনের পর দেহটি সুটকেস বন্দি করে হাইওয়েতে ফেলে পালিয়ে যায় কেউ বা কারা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
