আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে নাবালিকা ধর্ষণের চেষ্টার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। ছ'বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা ও তারপর মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় লালা লাজপত রায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আক্রান্ত নাবালিকাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত যুবক মানসিক ভারাসাম্যহীন। যদিও গোটা ঘটনা আপাতত তদন্ত করে দেখছে পুলিশ। 

যা খবর পাওয়া গিয়েছে, স্থানীয় এক যুবক ওই ছয় বছর বয়সের শিশুকন্যাকে প্রথমে অপহরণ করে৷ তারপর তাকে নির্জনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে৷ মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে, মুখে পাতা গুঁজে দেয়। এরপর ধস্তাধস্তি শুরু হলে যুবক তার মুখে ইট দিয়ে আঘাত করতে থাকে। ইতিমধ্যেই হট্টোগোলের আভাস পেয়ে আশপাশের লোকজন এবং পরিবারের সদস্যরা সেখানে ছুটে যায়। ধরা পড়ার ভয়ে যুবক সেখান থেকে পালিয়ে যায়৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মেয়েটি গুরুতর আহত৷ সেদিনের এই ঘটনার পর আহত অবস্থায় প্রথমে তাকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ পরে শারিরীক পরীক্ষার জন্য লালা লাজপত রায় (এলএলআর) হাসপাতালে ভর্তি করানো হয়। 

মনে করা হচ্ছে, শিশুটি মোবাইল গেম খেলতে বাইরে যাওয়ার সময়েই এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে যে ওই যুবক বেশ কিছুদিন ধরে শিশুটিকে লক্ষ্য করছিল৷    ঘটনার দিন সুযোগ বুঝে প্রথমে অপহরণ করে। তারপর নির্জনে নিয়ে গিয়ে তার মুখ বন্ধ করিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপরও শিশুটি চিৎকার করতে চেষ্টা করলে যুবক তার মুখে ইট দিয়ে আঘাত করে। চেঁচামেচিতে লোকজন জড়ো হওয়ায় যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷  স্থানীয়রা জানিয়েছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন।