আজকাল ওয়েবডেস্ক: ছোট থেকেই শিশুদের পাঠানো হয় স্কুলে। লক্ষ্য পড়াশোনা, একই সঙ্গে আচার আচরণ শেখা। শিশুদের বড় হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। তবে এবার বড় অভিযোগ খোদ শিক্ষকের বিরুদ্ধেই।
অভিযোগ, কিশোরকে লাঠি দিয়ে লাগাতার মারধর করেছেন, যার কারণে তার চোখে গভীর ক্ষত তৈরি হয়েছে। কিন্তু এর কারণ কী? কারণ হিসেবে ওই পড়ুয়ার অভিযোগ, বাড়ির কাজ করে নিয়ে যায়নি, সেই কারণেই তাকে মারধর করা হয়েছে।
ঘটনায় ফের প্রশ্নের মুখে বিহারের শিক্ষা ব্যবস্থা। ঘটনাস্থল বিহারের আরওয়াল। পঞ্চম শ্রেণির ওই পড়ুয়া এবং তার পরিবারের অভিযোগ, হোমওয়ার্ক করে নিয়ে যায়নি শুনেই বেধড়ক মারতে শুরু করেন শিক্ষক। ওই পড়ুয়ার নাম অমিত রাজ।
পুলিশকে ওই পড়ুয়া জানিয়েছে, ১৩ তারিখ স্কুলে গিয়ে বাড়ির কাজ করা হয়নি শুনেই লাঠি দিয়ে মারতে শুরু করেন শিক্ষক। চোখে গুরুতর আঘাত পেয়ে বাড়ি ফেরে সে। বারই ফেরার পরেই তার বাবা-মা হাসপাতালে নিয়ে যায়। পাটনা হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। অমিতের পরিবারের পক্ষও থেকে পুলিশে ওই শিক্ষক এবং বেসরকারি স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
