আজকাল ওয়েবডেস্ক: চরম মর্মান্তিক। নবজাতকের দেহ মুখে করে নিয়ে দৌড়চ্ছে পথ-কুকুর। যা দেখে হতবাক পথচারীরা। তাড়া করলে কুকুরটি আরও বেগে দৌড়চ্ছে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানেই এই গা শিউরে ওঠা দৃশ্য দেখা গিয়েছে। এরপরই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ার সিভিল লাইনস থানার অন্তর্গত জয়স্তম্ভ চকের কাবাডি মহল্লার কাছে। এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে, রেওয়ার পুলিশ সুপার বিবেক সিং বলেন, "দুই দিন আগে (মঙ্গলবার) একটি কুকুরকে মুখে মৃত নবজাতক শিশু বহন করতে দেখা যায় এমন একটি ভিডিও প্রকাশ পেয়েছে।" ওই ক্লিপটিকে "বিরক্তিকর" দৃশ্য হিসেবে বর্ণনা করে পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই সিভিল লাইনস পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তাঁর সংযোজন, "পরে কুকুরটি তাড়িয়ে দেওয়ার পর নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।" পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং ভিডিও ক্লিপে দেখতে পাওয়া ব্যক্তিদের খোঁজ চলছে।

 

?ref_src=twsrc%5Etfw">March 13, 2025

রেওয়ার পুলিশ সুপার বিবেক সিংয়ের কথায়, "আমরা নবজাতককে পরিত্যক্ত করার এই ভয়াবহ কাজের জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমরা জনসাধারণকে এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত যেকোনও তথ্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। তাদের আশ্বাস দিচ্ছি যে, তাদের পরিচয় গোপন রাখা হবে।"

উল্লেখ্য, গত ৪৫ দিনের মধ্যে রেওয়ায় নবজাতক শিশুকে ফেলে দেওয়ার এটা তৃতীয় ঘটনা। এছাড়া, দ্বিতীয়বারের মতো পথ-কুকুরকে নবজাতকের মৃতদেহ বহন করতে দেখা গেল। পরিত্যক্ত নবজাতকের পূর্ববর্তী দু'টি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, এসপি বলেন যে- পূর্ববর্তী ঘটনাটি একটি সরকারি মেডিকেল কলেজে ঘটেছিল এবং সেই ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।