আজকাল ওয়েবডেস্ক: যারা লাভ-জেহাদ করেন তাঁদের ধরে নির্বীজকরণ করে দেওয়া হোক। বিতর্কিত এই দাবি করেছেন ভোপালের বিজেপি সাংসদ অলোক শর্মা। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মাথাচাড়া দিয়েছে বিতর্ক। 

ভোপালের প্রাক্তন মেয়র অলোক শর্মা এবারই প্রথম সাংসদ হয়েছেন। তিনি বলেছেন, "লাভ জেহাদে ধরা পড়া অভিযুক্তদের সরকারের উচিত নির্বীজকরণ করে দেওয়া।" এখানেই শেষ নয়। জনগণের উদ্দেশে তাঁর বার্তা, "যেখানেই এই ধরনের ঘটনা ঘটবে বা জানতে পারবেন, তখনই সরাসরি আমাকে ফোন করবেন। প্রয়োজনে অবিলম্বে থানা ঘেরাও করবেন।"

 

?ref_src=twsrc%5Etfw">May 1, 2025

গত মাসে একদল হিন্দু পড়ুয়ার আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল। অভিযুক্তরা সকলেই মুসলিম এবং লাভ জেহাদে অভিযুক্ত। অভিযোগ ছিল, এরা হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে। এরপর তাঁদের যৌন হেনস্থাও করে তারা। পরে হেনস্থার ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে। কাউকে কাউকে ধর্ম বদলাতেও চাপ দেয় অভিযুক্তরা। 

এই দাবির গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে ভোপালের পুলিশ কমিশনার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেন। এই পরিস্থিতিতে অলোক শর্মা এমন দাবি বেশ তাৎপর্যবাহী। ভবিষ্যতে পরিণতির হুঁশিয়ারি দিয়ে এই বিজেপি সাংসদ বলেন, "যদি কেউ এমন চেষ্টা করে, তাদের পরিণতি এমন হবে যা অকল্পনীয়। সমাজকেই এর জন্য প্রস্তুত হতে হবে।"