আজকাল ওয়েবডেস্ক:‌ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় মারা গেছেন ১১ জন। অবশেষে জানা গেল মৃতদের পরিচয়। মৃতদের সবার বয়স ৪০ এর মধ্যে বলে জানিয়েছে প্রশাসন। মৃতদের মধ্যে সবচেয়ে কমবয়সি ১৩ বছরের দিব্যাংশী। 


প্রশাসন জানিয়েছে মৃতদের মধ্যে আছে দিব্যাংশী (‌১৩)‌, দোরেশা (‌৩২)‌, ভূমিক (‌২০)‌, সাহানা (‌২৫)‌, অক্ষত (‌২৭)‌, মনোজ (‌৩৩)‌, শ্রাবণ (‌২০)‌, দেবী (‌২৯)‌, শিবালিঙ্গা (‌১৭)‌, চিন্ময়ী (‌১৯)‌, প্রজ্জ্বল (‌২০)‌। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে। 


চিন্নাস্বামীতে আরসিবির আইপিএল জয়ের সেলিব্রেশনে সামিল হতেই এরা এসেছিলেন। কিন্তু এই পরিণতি যে হবে তা কে জানত!‌ মৃতদের মধ্যে বেশিরভাগই বেঙ্গালুরুর বাসিন্দা। কয়েকজন স্থানীয় জেলা থেকে এসেছিলেন উৎসবে সামিল হতে। 


এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করল কর্নাটক হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে মামলাটি শুনবে আদালত। বুধবারের ঘটনায় ১১ জনের মৃত্যুতে বৃহস্পতিবার বেঙ্গালুরুর থানায় ১১টি এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। যদিও এফআইআরে কোনও অভিযুক্তের নাম নেই। 


অন্যদিকে, পদপিষ্ট হওয়ার ঘটনায় বেঙ্গালুরুর কাব্বন পার্ক থানায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, কর্নাটক রাজ্য ক্রিকেট বোর্ডের আধিকারিকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়ে এফআইআর দায়ের করেছেন সমাজকর্মী স্নেহময়ী কৃষ্ণ।