আজকাল ওয়েবডেস্ক: এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সৃজন ভট্টাচার্য। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কেরলে অনুষ্ঠিত ১৮তম সর্বভারতীয় সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষিত হয়। বিদায় নিলেন আগের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং সভাপতি ভিপি সানু। তাদের স্থলাভিষিক্ত তরুণ, প্রতিশ্রুতিময় নেতৃত্ব। সৃজনের সঙ্গেই নতুন দায়িত্ব আদর্শ এম সাজির, এসএফআই-এর সর্বভারতীয় প্রেসিডেন্ট হলেন তিনি। 

 

সৃজনের রাজনৈতিক উত্থান ছিল ব্যতিক্রমী। ক্যাম্পাস রাজনীতি থেকে নয়, বরং কলকাতার গোলপার্ক অঞ্চলে স্কুল স্তরে ছাত্র আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে তাঁর যাত্রা শুরু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র এই তরুণ নেতৃত্ব, পরে বিধানসভা ও লোকসভা নির্বাচনে বাম প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করলেও ভোটে জয়ী আসেনি একবারও। তবুও তাঁর সংযত ভাষা, মার্জিত আচরণ ও চিন্তাশীল ব্যক্তিত্ব তাঁকে পৃথক করেছে বারবার। 

 

অন্যদিকে, বিদায়ী সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস প্রেসিডেন্সি কলেজ থেকে উঠে এসেছেন ছাত্র রাজনীতির মূল স্রোতে। কলকাতা জেলা কমিটিতে কাজের পর সর্বভারতীয় পর্যায়ে দায়িত্ব পান তিনি। তার সময়কালে উত্তর ভারত, উত্তর-পূর্ব ভারত ও এমনকি ব্রিটেনেও এসএফআই-এর শাখা গড়ে ওঠে। ময়ূখ সম্প্রতি গবেষণার কাজে নিযুক্ত। 

 

দেশজুড়ে ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রেক্ষাপটে সৃজনের কাঁধে এবার বড় দায়িত্ব। তাঁর নেতৃত্বে বাম ছাত্র আন্দোলন কীভাবে এগোবে, নতুন প্রজন্মকে কীভাবে সংগঠিত করবে—তাই এখন দেখার।