আজকাল ওয়েবডেস্ক : আহমেদাবাদ রাস্তায় ফের হিট এবং রান। রাস্তার ধার দিয়ে হেটে যাচ্ছিল মা এবং তার ১৩ বছরের ছেলে। কিন্তু তারা বুঝতে পারেনি বিপদ তাদের জন্য সেখানে অপেক্ষা করে আছে। বেপরোয়া গাড়ির চালক দুজনকেই পিষে দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা করা হচ্ছে। তবে দুজনে প্রাণে বাঁচবে কিনা এখন বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে এই ঘটনার পর গাড়িটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কোনও স্থানীয় মানুষ না থাকার ফলে কোনও সূত্র পাওয়া যাচ্ছে না। তবে সামনে একটি সিসিটিভি ছিল। সেখানে গোটা ঘটনা রেকর্ড রয়েছে। সেটার সূত্র ধরে এই তদন্ত এগিয়ে যাবে। অভিযুক্ত গাড়িটি পাওয়া গেলে তার চালক বেশিদিন পালিয়ে থাকতে পারবে না বলেই জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন এলাকায় এই ধরণের ঘটনার জেরে রীতিমতো চিন্তিত পুলিশ। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা কেউ পার পাবে না বলে জানিয়েছে পুলিশ। বেশিরভাগ ক্ষেত্রে গাড়ির চালক মদ্যপ অবস্থায় এই ঘটনা করেছে বলে অনুমান পুলিশের।
