আজকাল ওয়েবডেস্ক: অনেকেই রয়েছেন যারা ডেটিং অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে তাদের এই কাজকে টার্গেট করেছে সাইবার অপরাধীরা।
ডেটিং অ্যাপে গিয়ে আপনি যে ব্যক্তিগত চ্যাট বা ছবি দেন সেটি অতি সহজেই হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারকরা। ফলে পরে সেগুলি দিয়ে তারা সেই ব্যক্তিকে ব্ল্যাকমেল করছে। তাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার কাজটি তারা অতি সহজেই করতে পারছে।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ধরণের ডেটিং অ্যাপ থেকে যে নিরাপত্তা বলয় করা হয় সেটি অতি সাধারণ মানের। ফলে সাইবার অপরাধীদের পক্ষে এগুলিকে নিজেদের হাতে নেওয়া খুব একটি বিরাট ব্যাপার নয়। তারা নিজেদের কোড ব্যবহার করে অতি সহজেই সমস্ত তথ্য নিজেরা জানতে পারছে। সেখান থেকে নিজেদের কাজ শুরু করছে এই সাইবার হ্যাকররা।
এরফলে প্রায় ১.৫ মিলিয়ন ছবি চলে গিয়েছে হ্যাকারদের হাতে। সেখানে প্রোফাইল ছবি থেকে শুরু করে চ্যাট, ভেরিফিকেশন ইমেজ, হারিয়ে যাওয়া ছবি সবই রয়েছে। এই একটি অ্যাপের মাধ্যমে হ্যাকারদের হাতে যে তথ্য চলে গিয়েছে সেটা দিয়ে তারা এবার নিজেদের কাজ করবে।
আসলে অনেকেই জীবনে একা থাকেন। তাদের কাছে তখন ভরসার জায়গা হয়ে ওঠে এই ডেটিং অ্যাপগুলি। সেখানে তখন তারা নানা ধরণের চ্যাট করে থাকেন। সেখানে অনেক ব্যক্তিগত কথাও তারা শেয়ার করে থাকেন। আর সেখান থেকেই টোপ দিয়ে সাইবার অপরাধীরা নিজেদের কাজ করেছে। যেভাবে তারা সমস্ত তথ্য হাতিয়ে নিয়েছে তাতে এবার সেগুলির অপব্যবহার নিয়ে কোনও সন্দেহ নেই।
অনেক সময় দেখা গিয়ে ডেটিং অ্যাপে কথা বলার পর অনেকে ব্যক্তিগতভাবে দেখা করেছেন। সেখানেও কিন্তু নজর রেখেছে সাইবার অপরাধীরা। তারা সেখান থেকেও আপনাকে ফাঁদে ফেলার পথ তৈরি করে রেখেছে। যদি এমন কোনও অফার আপনার কাছে আসে তাহলে সেখান থেকে নিজেদের সরিয়ে রাখাই ভাল। নাহলে পরবর্তীকালে বিরাট বিপদের সামনে পড়তে পারেন আপনি।
