আজকাল ওয়েবডেস্ক: মাথার ঠিক পিছনে ফণা তোলা সাপ। কানের কাছেও এগিয়ে এসে ফোঁস ফোঁস শব্দ করছে। অথচ বিন্দুমাত্র টের পাচ্ছেন না যুবক। অন্য কানে ফোন নিয়ে দিব্যি গল্প করতে ব্যস্ত তিনি। যখন দেখতে পেলেন, তখন কোনও মতে পালিয়ে প্রাণে বাঁচলেন। এই দৃশ্য দেখেই রীতিমতো শিউরে উঠলেন নেটিজেনরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। 'নেচার ইজ আমেজিং' নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যেটি ইতিমধ্যেই তিন লক্ষের বেশি মানুষ দেখেছেন। ভিডিওটিতে দেখা গেছে, গাছের উপর একটি ট্রি হাউজে বসে ফোনে গল্প করতে ব্যস্ত এক যুবক। কিছুক্ষণ পর তাঁর মাথার পিছনে উঠে আসে একটি বিষধর সাপ।
যুবক যখন ফোনে কথা বলতে ব্যস্ত, সেই সময় ফণা তুলে এগিয়ে আসে সাপটি। ছোবল মারার জন্যেও প্রস্তুত সে। ছোবল মারতে গিয়েই ঘটে আসল ঘটনা। যুবকের মাথায় ছিল কালো রঙের টুপি। ছোবল মেরে যুবকের টুপিটি খুলে নেয় সাপটি। তখনই পিছন ঘুরে সাপটিকে দেখতে পান। দ্রুত পালিয়ে নীচে নেমে আসেন।
ভিডিওটি হু-হু করে ছড়িয়ে পড়তেই, সকলের যুবকের ভাগ্য দেখে চমকে গেছেন। নেটিজেনদের মতে, ভাগ্যের জেরে যুবক বেঁচে গেছেন। যুবক হয়তো নিজেও জানেন না, কতটা ভাগ্যবান তিনি।
