আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের বলঘাট জেলার খুদেরসোদি গ্রামে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা—এক বিষধর সাপ ২৫ বছরের যুবককে কামড় দেওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই নিজেই মারা গেল! ভুক্তভোগী সচিন নাগপুরে, একজন গাড়ির মেকানিক, জানিয়েছেন যে তিনি দীর্ঘ ৭-৮ বছর ধরে চিড়চিড়িয়া, পিসুন্ডি, তুলসা, জাম, নিম সহ বিভিন্ন গাছের ডাল দিয়ে দাঁত মাজেন। তাঁর ধারণা, এই ভেষজ উপাদানে রক্তে এমন কিছু পরিবর্তন ঘটেছে, যা সাপের পক্ষে বিষাক্ত হয়ে উঠেছে।

বন দপ্তরের আধিকারিক ধর্মেন্দ্র বিসেন একে "রেয়ারেস্ট অব রেয়ার কেস" বলে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, সম্ভবত সাপটি কামড়ের পর শরীর মোচড়ানোর সময় বিষের থলি ফেটে গিয়েছিল। পরিবারের দাবি, এটি সাধারণ সাপ নয়, বরং অত্যন্ত বিষাক্ত ডোঙ্গরবেলিয়া প্রজাতির সাপ ছিল। সচিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত। তবে সাপের এমন মৃত্যুর ঘটনা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।