আজকাল ওয়েবডেস্ক: ঝর্নার তলায় সে সময় শ'য়ে শ'য়ে পর্যটক। হঠাৎ স্নান থামিয়ে এদিক ওদিক ছুটে পালালেন সকলে মিলে। জলে যা দেখলেন, তাতেই ভিড়মি খেলেন তাঁরা। প্রাণ বাঁচাতে কোনও মতে পালিয়ে গেলেন সকলে। পর্যটকদের এমন ভয়াবহ অভিজ্ঞতা চমকে দিয়েছে নেটিজেনদেরও। ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের মুসৌরিতে। গত ১৪ জুন মুসৌরির কেম্পটি ফলসে স্নান করার সময় পর্যটকরা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন। ঝর্নার তলায় শতাধিক পর্যটক ছিলেন। স্নান করতে করতে হুল্লোড়ে মেতেছিলেন। হঠাৎ কয়েকজনের নজরে পড়ে কালো রঙের একটি প্রাণী। চিৎকার শুরু করেন তাঁরা। 

কিছুক্ষণের পর সেই কালো রঙের প্রাণীটিকে বাকি পর্যটকরাও দেখতে পান। কালো রঙের ওই প্রাণীটি আসলে বিরাট একটি সাপ। কিলবিল করতে করতে ঝর্নার জলে ভেসে যায়। এমনকী পর্যটকদের মধ্যে দিয়েই পেরিয়ে যায় সেটি। কয়েকজন পর্যটকের গা ঘেঁষে সাপটিকে যেতে দেখা গেছে। আতঙ্কে চিৎকার করতে করতে পালিয়ে যান পর্যটকরা। 

সেই মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আট লক্ষ মানুষ সেটি দেখেছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।  নেটিজেনদের বক্তব্য, প্রকৃতির কোলে হুল্লোড়ের সময় সাধারণ মানুষের কোনও হুঁশ থাকে না। এই কারণেই বিপত্তি ঘটে।