আজকাল ওয়েবডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় বড় আপডেট। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর জানিয়েছে, এবার এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটালি আপলোডের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। পূর্বে কোনওরকম ভুল সংশোধনের ব্যবস্থা না থাকলেও এবার নতুন করে ভোটার তালিকায় নাম ও তথ্য আপলোডের ক্ষেত্রে যদি কোনও ভুল ভ্রান্তি হয় তাহলে তা ঠিক করা যাবে এবং সেই সময়কাল আগামী ১১ই ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যেই সবটা করতে হবে।
অর্থাৎ ভোটারদের এনুমারেশান ফর্ম এর নাম ও বিস্তারিত তথ্য আপলোড করতে গিয়ে যদি কোনও ভুল ভ্রান্তি হয়ে যায় তা পুনরায় সংশোধন করা যাবে আগামী ১১ই ডিসেম্বরের মধ্যে। যে দায়িত্ব পূর্বে বিএলও আধিকারিকদের দেওয়া ছিল না, এবার সেই দায়িত্ব বা সুযোগ দেওয়া হল BLO আধিকারিকদের, যাতে কাজে আরোও স্বচ্ছতা আসে।
এর আগে, রবিবারেও প্রক্রিয়া প্রসঙ্গে বড় তথ্য জানায় কমিশন। রবিবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পরিবর্তন করেছে নির্বাচন কমিশন।
আগে কী জানিয়েছিল কমিশন?
এর আগে, ২৭ অক্টোবর, সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর চলবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি, ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
৩০ নভেম্বরের অর্থাৎ, রবিবারের নোটিসে, খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
কোন কোন বিষয়ে, দিন পিছোল কতটা? নতুন বিজ্ঞপ্তিতে কমিশন জানাল-
এনুমারেশন ফর্ম জমা এবং কমিশনের ওয়েবসাইটে তা আপলোড করতে হবে ১১ ডিসেম্বরের মধ্যে।
খসড়া ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলবে ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর।
কমিশনে অভিযোগ জানানো যাবে ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত।
তালিকা খুঁটিয়ে দেখে, চূড়ান্ত করে, প্রকাশের জন্য কমিশনের অনুমতি নিতে হবে ১০ ফেব্রুয়ারির মধ্যে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
