আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় নামাজ পড়া নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সরকারের তরফে রাস্তায় নামাজ পড়া নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকাকেই সমর্থন করে তিনি জানালেন, ‘রাস্তা হল যানবাহনের চলাচলের জন্য, নামাজ পড়ার জন্য নয়’। এখানেই শেষ নয়, যোগীর সাফ বক্তব্য, হিন্দুদের কাছ থেকে ধর্মীয় শৃঙ্খলা শেখা উচিত মুসলিম ধর্মাবলম্বীদের। উদাহরণ হিসেবে কুম্ভ মেলার উল্লেখ করেছেন তিনি।

 

জানিয়েছেন, এবারের মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিরাটে রাস্তার ওপর নামাজ পড়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, যোগী বলেন, ‘এতে ভুল কিছু নেই। রাস্তাটা হাঁটার জন্য, যানবাহন চলাচল করার জন্য। যারা এর বিরোধিতা করছে, তারা হিন্দুদের কাছ থেকে শৃঙ্খলা শিখুক। প্রয়াগরাজের কুম্ভ মেলায় ৬৬ কোটি মানুষ এসেছিলেন, কিন্তু কোনও লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ কিছুই ঘটেনি। এটিই প্রকৃত ধর্মীয় শৃঙ্খলা। সুবিধা নিতে চাইলে শৃঙ্খলাও মানতে হবে’।

 

পাশাপাশি, ওয়াকফ বোর্ডকে একহাত নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘ওয়াকফ বোর্ডের কাছে এত সম্পত্তি। তা সত্ত্বেও তারা কি সমাজের কল্যাণে কিছু করেছে?’ বৈষম্যের অভিযোগও উড়িয়ে দিয়েছেন যোগী। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের জনসংখ্যার ২০ শতাংশ মুসলিম। সরকারি প্রকল্পগুলির ৩৫-৪০ শতাংশ সুবিধাভোগী তারাই। আমরা বৈষম্যে বিশ্বাস করি না, আবার তোষণনীতিতেও নেই। যে কেউ, যিনি ভারতের নাগরিক, তিনি সরকারের সুবিধা পাবেন’।