আজকাল ওয়েবডেস্ক: সাপের সামনে ধরা হয়েছে একটি আয়না। সেই আয়নায় তাকেই সাপ আসল রূপ ধারণ করল। কীভাবে নাগিন আসল রূপ প্রকাশ্যে চলে এল, যা ঘিরেই নাকি শোরগোল গোটা গ্রামের। যেহ মুহূর্তটি ক্যামেরাবন্দি করে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর নেটিজেনরাও সেই ভিডিওটি দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন।
দেখা গেছে, একটি সাপের সামনে আয়না তুলে ধরেন এক ব্যক্তি। সেই আয়নার সামনে ফণা তোলা সাপটি। তারপরেই নাকি সাপের আসল রূপ বেরিয়ে আসে। কীভাবে সাপ অন্য রূপ ধারণ করল, তা নিয়েই তৈরি করা হয়েছে ভিডিওটি। ক্যাপশনেও সেই কথা লেখা হয়েছে। কিন্তু সাপটি আসল রূপ নিয়ে কী হয়ে গেল, তা দেখা যায়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ঘিরে জোর চর্চা চলছে। সলমন পাঠান নামের এক যুবক ভিডিওটি পোস্ট করেছেন। সাপটির নাম 'ইচ্ছেধারী নাগিন'। ভিডিওটিতে 'নাগিন' সিনেমার গান রয়েছে। দেখা গেছে, সাপটির সামনে একটি আয়না রয়েছে। সেটি দেখে ফোঁস ফোঁস করতে শুরু করে সাপটি। ভিডিওর ক্যাপশনে হিন্দিতে লেখা, 'আয়না দেখেই আসল রূপ ধারণ করল নাগিন'!
কী রূপ নিল সাপটি? সত্যিই কি কোনও মহিলার বেশ নিল সে? তা দেখা যায়নি। শুধুমাত্র আয়নার দিকে তাকিয়ে সাপটিকে ফোঁস ফোঁস করতেই দেখা গেছে। ভিডিওটি দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি খেয়েছেন। সাপের ভিডিও দেখে লাইক, কমেন্ট কুড়ানোর আশায়, কিছুই দেখানো হল না শেষমেশ।
আরও পড়ুন: নিখোঁজ পোষ্য তোতা পাখি, সন্ধান দিলেই মিলবে নগদ দশ হাজার টাকা, স্নান-খাওয়া ভুলে মাইকে প্রচার দম্পতির
ভিডিওটি দেখে একজন লিখেছেন, 'আয়না দেখে সাপটি কী হল? সাপটি আগে রীনা রায় নামের তরুণী হয়ে ঘুরছিল?' আরেকজন লিখেছেন, 'আয়না দেখে সাপ হল? তাহলে আগে কী ছিল?' আবার একজন লিখেছেন, 'এই কারণেই শিক্ষার প্রয়োজন।' এক মহিলা দেখেছেন, 'সিনেমা, সিরিয়াল দেখে মানুষের মাথা খারাপ হয়ে গেছে। অন্ধবিশ্বাসের জেরে এখনও আধুনিক হতে পারছে না।' একজন আবার লিখেছেন, 'আমি এই নাগিনের সঙ্গে দেখা করতে চাই! এ নাগিন না গিরগিটি, সেটাই যাচাই করতে হবে।'
আসলে দেশের মধ্যে সাপকে ঘিরে বহু গল্প-কাহিনি রয়েছে। তৈরি হয়েছে সিনেমা, ধারাবাহিক। একাধিক ভৌতিক, পৌরাণিক গল্প রয়েছে। কিন্তু কল্পনাল জগৎ আর বাস্তব যে সম্পূর্ণ আলাদা, তাই গুলিয়ে ফেলেন অনেকে। সেই কল্পনার জগতে ভাসতে ভাসতে তৈরি করেন সাপ নিয়ে মর্জিমাফিক নানা গল্প।
