আজকাল ওয়েবডেস্ক: আদানি ধাক্কা সামলে শুক্রবার ফের ঘুরে দাঁড়াল সেনসেস্ক। বৃহস্পতিবার যেভাবে ধাক্কা খেয়েছিল সেখান থেকে শুক্রবার অনেকটাই নিজের গতি ধরে নিল সেনসেস্ক। সেনসেস্ক এদিন ১০৩৪.৭৬ পয়েন্ট লাভ করে। ফলে মোট পয়েন্ট হয়ে গেল ৭৮,১৯০,৫৫ পয়েন্ট।
অন্যদিকে লাভের মুখ দেখল নিফটিও। তারা ৫০ পয়েন্ট বেশি পেয়ে হল ৩২৯.১৫ পয়েন্ট। ফলে নিফটি মোট হল ২৩,৬৭৯,০৫ পয়েন্ট। বিএসই-র মোট জায়গা তৈরি হল ৫ লক্ষ কোটি টাকা। এরফলে বিভিন্ন ব্যাঙ্কগুলিও স্বস্তি ফিরে পেল। আইসিআইসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্টিস, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, ভারতী এয়ারটেল প্রতিটি সংস্থা ফের নিজের জায়গা ফিরে পেল।
এদিন দিনের শুরুতে ফের ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে ফলে এর সরাসরি প্রভাব পড়তে শুরু করে শেয়ার বাজারের বিভিন্ন স্টকে। আম্বুজা শেয়ার এদিন লাভ করে ৬ শতাংশ, অন্যদিকে এসিসি লাভ করে ৪ শতাংশ। আদানি এন্টারপ্রাইজ লাফিয়ে বাড়ে ২.৫ শতাংশ। অন্যদিকে আদানি গ্রিণ এনার্জি, আদানি পোর্ট, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, প্রতিটি প্রতিষ্ঠানই ঘুরে দাঁড়ায়।
এই পরিস্থিতি তৈরি হয় যখন আদানি গ্রুপ একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে তার কোনও বাস্তব ভিত্তি নেই। সংস্থান প্রধান গৌতম আদানির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। এরপর থেকেই ধীরে ধীরে ফের বাজারে নিজের জায়গা ফিরে পেতে শুরু করে আদানির বিভিন্ন শেয়ারগুলি। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করে শেয়ার বাজারের অন্য শেয়ারের ওপরেও।
