আজকাল ওয়েবডেস্ক: ১৪ মাস পর নিফটি পৌঁছে গেল সর্বোচ্চ উচ্চতায়। শেয়ার বাজারে বৃহস্পতিবার যেন একেবারে লক্ষ্মীর কৃপা। নিফটি এবং সেনসেক্স দুইই ছুটছে উপরের দিকে। সেনসেক্সও অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে।
গত বছর সেপ্টেম্বর মাসে সেনসেক্স ও নিফটি৫০ রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। কিন্তু তার পরে থেকে ক্রমাগত পতনের জেরে অনেকটা নীচে নেমেছিল এই দুই বেঞ্চমার্ক ইনডেক্স। যদিও গত কয়েক মাসের দুরন্ত প্রত্যাবর্তনের জেরে ফের ছন্দে এই দুই সূচক। বৃহস্পতিবারের বিপুল বৃদ্ধির জেরে অবশেষে নতুন রেকর্ড তৈরি হল এই দুই ইনডেক্সের।
বৃহস্পতিবার বাজার খোলার পরে নিফটি৫০ পৌঁছেছিল ২৬ হাজার ৩০৬.৯৫ পয়েন্টে। যা নিফটি৫০–র ইতিহাসে সর্বোচ্চ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নিফটি৫০ পৌঁছেছিল ২৬ হাজার ২৭৭.৩৫ পয়েন্টে। তার পর থেকে বিপুল পয়েন্ট কমেছিল নিফটি৫০–র। সেখান থেকে ফের ঘুরে দাঁড়িয়ে আগের পর্যায়কে ছাপিয়ে গেল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্স।
নিফটি৫০–র পাশাপাশি বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স সেনসেক্সেরও বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে বৃহস্পতিবার। শেষ ক্লোজিংয়ের থেকে বেশি বেড়ে সেনসেক্স ৮৬ হাজার পয়েন্টের গণ্ডি পার করেছে বৃহস্পতিবার। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর এই সূচকের পয়েন্ট হয়েছিল ৮৫ হাজার ৯২৮.৭২। যা ছিল এত দিন পর্যন্ত সর্বোচ্চ। সেই মাত্রা ছাপিয়ে গেল বৃহস্পতিবার।
সেনসেক্স ও নিফটি৫০–র পাশাপাশি শেয়ার বাজারের একাধিক সেক্টরাল ইনডেক্সের পয়েন্টও বেড়েছে। নিফটি অটো, নিফটি এফএমসিজি, নিফটি মেটালস, নিফটি ফার্মার মতো সেক্টরের পয়েন্ট বেড়েছে। যদিও নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি রিয়েলটি, নিফটি আইটি–র মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। বৃহস্পতিবার বাজারে বৃদ্ধির আবহেও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্স ডাউন রয়েছে।
