আজকাল ওয়েবডেস্ক: শেয়ার বাজারে প্রতারণার অভিযোগে বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি, তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তি ও ভাইকে এক বছরের জন্য শেয়ার লেনদেন থেকে নিষিদ্ধ করল ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (SEBI)। ‘সাধনা ব্রডকাস্ট লিমিটেড’ (বর্তমানে ‘ক্রিস্টাল বিজনেস সিস্টেম লিমিটেড’) সংক্রান্ত শেয়ার কারচুপির মামলায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

SEBI জানায়, তারা একটি "পাম্প অ্যান্ড ডাম্প" ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, যার মাধ্যমে সাধনা ব্রডকাস্ট-এর শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ঠকানো হয়েছিল। পাশাপাশি, প্রত্যেককে ৫ লক্ষ টাকা জরিমানা ও মোট ১.০৫ কোটি টাকার বেআইনি লাভ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই স্কিমের মূল পরিকল্পনাকারী ছিলেন মনীশ মিশ্র, যিনি ইউটিউব ভিডিও ও পেইড ক্যাম্পেইনের মাধ্যমে সাধনা ব্রডকাস্ট নিয়ে ভুয়ো প্রচার চালান। তদন্তে পাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা গেছে, মিশ্র ওয়ারসি পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তাব দেন।

ওয়ারসির দাবি, তাঁরা শেয়ার বাজারে নতুন। তবে SEBI জানায়, আরশাদ নিজের, স্ত্রীর ও ভাইয়ের অ্যাকাউন্ট থেকে সক্রিয়ভাবে শেয়ার কেনাবেচা করতেন।

এই মামলায় মোট ৭ জনকে ৫ বছরের জন্য এবং ৫৯ জনকে এক বছরের জন্য বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। ইউটিউব চ্যানেল যেমন The Advisor, Midcap Calls, Profit Yatra, Moneywise ইত্যাদি ভুয়ো তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল।

এই ঘটনায় সর্বাধিক লাভ করেন গৌরব গুপ্ত (১৮.৩৩ কোটি টাকা), এবং সাধনা বায়ো অয়েলস প্রা. লি. (৯.৪১ কোটি টাকা)। SEBI তাঁদের এই টাকা ফেরতের নির্দেশ দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা দেখায় কীভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করা হতে পারে। তাই যেকোনো শেয়ার টিপস পাওয়ার আগে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত।