আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় প্রাণ হারাল মাত্র অষ্টম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকার বাড়ির জন্য চেয়ার বয়ে নিয়ে যাওয়ার সময় চলন্ত অটো থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই অটো থেকে একের পর এক চারটি শিশু পড়ে গেলেও চালক গাড়ি থামাননি, বরং দ্রুত গতিতে চম্পট দেন তিনি।

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম সঙ্গীতা। সে একটি সরকারি আবাসিক স্কুলের পড়ুয়া ছিল। স্থানীয় সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য আনা চেয়ারগুলি নামানোর কাজে লাগানো হয়েছিল পড়ুয়াদেরই। নিয়ম ভেঙে কেন শিশুদের দিয়ে এই কাজ করানো হল, তা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা।

অটোতে চেপে যাওয়ার সময় আচমকা ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় সঙ্গীতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর চোট এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই প্রাণ হারিয়েছে কিশোরী।

প্রশাসনের এক আধিকারিক জানান, অটোচালক ওই স্কুলে নিয়মিত যাতায়াত করতেন। চালক মদ্যপ ছিলেন কি না, বা কানে কম শোনার কারণেই তিনি কিছু বুঝতে পারেননি কি না- তা খতিয়ে দেখছে পুলিশ। চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে।

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন মৃত ছাত্রীর পরিজন ও বিভিন্ন ছাত্র সংগঠন। স্কুলের প্রধান শিক্ষিকা ও কর্মীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। আবাসিক স্কুলের নিরাপত্তা ও চরম গাফিলতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।