আজকাল ওয়েবডেস্ক: স্কুল মানেই যেন বিভীষিকা। আতঙ্কে অনেকবার স্কুলে যেতেও ইচ্ছে করত না। কারণ কী? অবশেষে চিঠি লিখে সেই আতঙ্কের কথাই জানাল একদল ছাত্রী। সকলের বয়স ১৫ বছরের নীচে। তারা জানাল, স্কুলের মধ্যেই একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছে। স্কুলেরই শিক্ষক ফাঁক ক্লাসরুমে যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ জানিয়েছে তারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমুরের একটি সরকারি স্কুলে। সোমবার পুলিশ জানিয়েছে, ওই স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রীরা প্রিন্সিপালকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিল। এরপর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানান।
শুক্রবার স্কুলের কমপক্ষে ২৪ জন ছাত্রী প্রিন্সিপালকে অভিযোগ জানিয়ে চিঠি দেয়। চিঠিতে তারা জানিয়েছে, ওই শিক্ষক পড়া বোঝানোর অজুহাতে অশালীন আচরণ করতেন। নানা অজুহাতে গায়ে হাত দিতেন। ফাঁকা ক্লাসরুমে যৌন হেনস্থাও করতেন। বাইরে ফাঁস করলে আরও অত্যাচারের হুমকি দিতেন।
শনিবার ওই ছাত্রীদের পরিবারকে মিটিংয়ে ডাকেন স্কুল কর্তৃপক্ষ। সেখানেই জানা যায়, শিক্ষকের যৌন হেনস্থার বিষয়টি অধিকাংশ পরিবার জানে না। থানায় জানাতেই রবিবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ নম্বর ধারা এবং পকসো-তে মামলা রুজু করা হয়েছে।
