আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি ভারতীয়র কাছে এসবিআই একটি এমন ব্যাঙ্ক যেখানে বিনিয়োগ করলেই সেখান থেকে ভাল ফল আসতে বাধ্য। এবার ফিক্সড ডিপোজিটে সুদের হারে খানিকটা পরিবর্তন করল তারা।


আসবিআই-তে বিনিয়োগ করে সকলেই ভাল রিটার্ন হাতে পেয়ে যান। এখানে ফিক্সড ডিপোজিটে যে সুদের হার পাওয়া যায় সেখানে অন্য ব্যাঙ্কের সঙ্গে সুদের হারে বেশ খানিকটা ফারাক। থাকে এসবিআইয়ের বেশ কয়েকটি স্কিম রয়েছে। সেখানে যদি বুদ্ধি করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভের টাকা ঘরে তুলতে পারেন।


এসবিআই অমৃত বৃষ্টি এবং এসবিআই অমৃত বৃষ্টি হল এমন দুটি স্কিম যেথান থেকে ভাল রিটার্ন আসতে বাধ্য। চলতি অর্থবর্ষ শেষ হতে হাতে খানিকটা সময় বাকি রয়েছে। যদি তার আগে এই দুটি প্রকল্পে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল ফল আসতে বাধ্য। 

 


এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে ৪৪৪ দিনের সময় রয়েছে। এখানে সুদের হার থাকে ৭.২৫ শতাংশ। এই সুদের হার জেনারেল সিটিজেনদের জন্য রয়েছে। সিনিয়র সিটিজেনরা এখান থেকে ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। ৩১ মার্চের আগে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকেই লাভের টাকা পেতে পারেন।

 


এসবিআই অমৃত কলস হল আরেকটি স্কিম যেখানে সময় রয়েছে ৪০০ দিন। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬০ শতাংশ হারে সুদ। যদি দ্রুত এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে এখান থেকেও ভাল রিটার্ন হাতে পাবেন।

 


এসবিআই সর্বদাই ভাল সুদের হার দিয়ে সকল গ্রাহকদের সুবিধা করে থাকেন। দেশের অন্যতম সেরা এই ব্যাঙ্কের উপর সকলেই ভরসা করে থাকেন। তবে যদি মনে হয় এবিষয়ে আরও বিস্তারিত খবরের দরকার রয়েছে তাহলে আপনাকে কাছের এসবিআই ব্যাঙ্কে গিয়ে কথা বলে নিতে হবে। সেখানে গিয়ে যদি সঠিক বলে মনে করেন তাহলে বিনিয়োগ করতে পারেন। যদি বিনিয়োগ করতে গিয়ে আপনি কোনও প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।