আজকাল ওয়েবডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি কম সময়ের জন্য বেশ কয়েকটি স্কিম এনেছে। এদের মধ্যে প্রধান রয়েছে অমৃত বৃষ্টি স্কিম। এখানে ভারতীয় এবং বিদেশীদের জন্য ভাল সুদের হার রয়েছে। এর আগে এসবিআই অমৃত কলস নামে একটি স্কিম নিয়ে এসেছিল। 


এসবিআই অমৃত কলস স্কিমের সময়সীমা রয়েছে ৪০০ দিন। এখানে সুদের হার রয়েছে ৭.১০ শতাংশ। এটি শুরু হয়েছিল ২০২৩ সালের এপ্রিল মাস থেকে। এখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬০ শতাংশ হারে সুদ।

 


এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট রয়েছে। এখানে ২ বছরের জন্য সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ হারে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ হারে সুদ। ২ বছরের জন্য বিনিয়োগ করলে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৯ শতাংশ হারে সুদ।

 


এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিটে সুদের হার রয়েছে ৬.৬৫ শতাংশ হারে সুদ। এখানে সময় রয়েছে ১১১১ থেকে শুরু করে ১৭৭৭ দিন। যদি ২২২২ দিনের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে সুদের হার রয়েছে ৭.৪০ শতাংশ। তবে যেখানেই বিনিয়োগ করুন না কেন আগে এসবিআই গিয়ে সমস্ত তথ্য ভাল করে খতিয়ে দেখে নিয়ে তবেই বিনিয়োগ করবেন।