আজকাল ওয়েবডেস্ক: ডলারের বিপরীতে টাকার দাম কমছে দিনে দিনে। নভেম্বরের প্রথম সপ্তাহেই চিন্তা বেড়েছিল টাকার দামের পতন দেখে। নভেম্বরের ৮ তারিখে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছিল ৮৪ .৩৭-এ। চলতি সপ্তাহে আরও কমল টাকার দাম। তথ্য বলছে, ইউ এস ডলারের বিপরীতে টাকার দাম সর্বকালের সর্বনিম্ব বুধবারই।  বুধবার ডলারের বিপরীতে টাকার দাম ৮৪.৪০। 

মূলত বৈশ্বিক কারণেই টাকার দাম কমছে ক্রমাগত। কারণ হিসেবে ব্যবসায়ীরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ গত মাসে নীতি সুদহার ০. ৫০ শতাংশ পয়েন্ট কমানোর ঘোষণা করার পর বৈশ্বিক আর্থিক ল্যান্ডস্কেপে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। টানা কয়েক সপ্তাহ ধরেই ভারতীয় টাকার দাম কমছে ডলারের বিপরীতে। 

টাকার দামের এই বিরাট পতনের কারণ হিসেবে ট্রাম্পের ফের আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসাকেও এড়িয়ে যাচ্ছেন না অনেকে। সম্প্রতি নির্বাচন হয়েছে আমেরিকায়। প্রেসিডেন্ট নির্বাচন জিতে ক্ষমতায় ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসায় বিশ্ব বাজারে বেশকিছু বিষয়ে বড় পরিবর্তন আসবে, সে বিষয়ে বারবার আলোচনা হয়েছে বিশ্বের রাজনীতিতে। ট্রাম্পের শুল্ক-কর বাণিজ্যনীতি  বিশ্ববাজারকে প্রভাবিত করতে পারে, ভেবেই টাকার দামে পতন ঘটছে বলেই মনে করছেন অনেকে। ওয়াকিবহাল মহলের মতে, রিজার্ভ ব্যাঙ্কের ডলার বিক্রির কারণে সেকাহ্নেও কমছে ইউএসডির পরিমাণ।