আজকাল ওয়েবডেস্ক : আরএসএস প্রধান মোহন ভাগবত -এর নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় সরকার। এবার থেকে তিনি জেড প্লাস নিরাপত্তা পাবেন। একটি ঘোষণা করে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এবার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে নিরাপত্তা পান সেই একই নিরাপত্তা পাবেন মোহন ভাগবত।
এবার থেকে সিআইএসএফ বিশেষ নিরাপত্তা পাবেন এই নেতা। বিরোধী শিবির থেকে তিনি আক্রান্ত হতে পারেন এই আশঙ্কা থেকে নিরাপত্তা বাড়ান হল মোহন ভগবতের। বেশ কয়েকটি ইসলামিক গ্রুপ এবং বেশ কয়েকটি সংগঠন তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তারপর এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
এবার থেকে ১০ জন সিআইএসএফ থাকবেন মোহন ভাগবতের নিরাপত্তা। দেশের ২০০ জনকে বর্তমান সময় এই নিরাপত্তা দেওয়া হয়। সেই তালিকায় আরও একজনের নাম যোগ হল।
