আজকাল ওয়েবডেস্ক: গত তিন বছরে গড় ভারতীয় পরিবারের ঋণনির্ভরতা বেড়েছে এবং সঞ্চয় হ্রাস পেয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ভারতের গৃহস্থালী ঋণের পরিমাণ বর্তমানে মোট দেশীয় উৎপাদনের (GDP) ৪২.৯ শতাংশ।
আরবিআই-এর ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট বলছে, উপভোক্তা ঋণ, ক্রেডিট কার্ড, এবং ব্যক্তিগত ঋণের উপর নির্ভরতা দ্রুত বেড়েছে। ঋণের বড় অংশ ব্যয় হচ্ছে ভোগের জন্য, উৎপাদনমূলক খাতে ঋণের পরিমাণ তুলনায় অনেক কম।
একই সঙ্গে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস জানিয়েছে, গৃহস্থালির মোট সঞ্চয়ের হার ২০১১-১২ সালে জিডিপি-র ২৩.৬% থাকলেও ২০২২-২৩-এ তা কমে দাঁড়িয়েছে ১৮.৪ শতাংশে।
উল্লেখযোগ্যভাবে, ধনী শ্রেণির ঋণ নেওয়ার উদ্দেশ্য মূলত সম্পত্তি কেনা, যেখানে দরিদ্র ও মধ্যবিত্তরা ঋণ নিচ্ছেন দৈনন্দিন খরচ চালানোর জন্য।
বিশেষজ্ঞদের মতে, আর্থিকীকরণ (financialisation) প্রক্রিয়ার ফলে গরিব ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা এখন ক্রমেই ঋণনির্ভর হয়ে উঠছে। মহামারির সময়ে ব্যাপক কাজ ছাঁটাই, এবং পরবর্তী সময়ে মূল্যবৃদ্ধি ও আয়ের ঘাটতি পরিবারগুলিকে ঋণের ফাঁদে ফেলেছে।
সাম্প্রতিক এই প্রবণতা ভারতের আর্থসামাজিক কাঠামোর জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
