আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের গবেষকরা একটি অবাক করা আবিষ্কার করলেন। তারা এমন এক ধরণের ব্যাকটেরিয়ার সন্ধান পেলেন যারা তেল থেকে ক্ষতিকারক অংশকে বাদ দিয়ে নিজেরা সেটা খেয়ে নেয়।
যদিও এই ধরণের ব্যাকটেরিয়া অতি ক্ষতিকারক। এগুলি যদি মানুষের দেহে প্রবেশ করে তাহলে সেখান থেকে দুরারোগ্য ব্যধি হতে পারে। তবে তেল থকে ক্ষতিকারক অংশকে বের করে নিতে এই ধরণের ব্যাকটেরিয়া অতি পটু।
১৭ মে নেচার সায়েন্টিফিক রিপোর্ট নামে একটি লেখাতে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। নতুন এই ধরণের ব্যাকটেরিয়া তেলকে যেভাবে শুদ্ধ করে দিতে পারে সেই কাজটি অন্য কেউ করতে পারে না। ৭২ টি স্যাম্পেলের সঙ্গে গবেষণা করেছিলেন হায়দরাবাদের বিজ্ঞানীরা। তবে সেখান থেকে ৫ ধরণের ব্যাকটেরিয়া তারা পান। সেখান থেকেই নতুন এই ব্যাকটেরিয়াকে খুঁজে পান বিজ্ঞানীরা।
যদি এই ব্যাকটেরিয়াকে সঠিকভাবে কাজা লাগানো যায় তাহলে সেখান থেকে অনেক বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে যদি একে সেদিকে না নিয়ে যাওয়া হয় তাহলে সেখান থেকে নামতে পারে বিপর্যয়। যদিও এই গবেষণাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সেখান থেকে একে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।
আসলে নানা ধরণের ব্যাকটেরিয়া নানা কাজ করে থাকে। সেগুলির মধ্যে কয়েকটি ক্ষতিকারক হিসেবে থাকে। আবার অনেকগুলি নানা ধরণের উপকারও করে থাকে। তবে এই অবাক করা ব্যাকটেরিয়া কীভাবে তেলের মধ্যে থেকে নিজের পুষ্টিকে বের করে নিয়েছে সেটা ভেবেই কার্যত অবাক হয়েছেন বিজ্ঞানীরা। তারা মনে করছেন যেভাবে বিবর্তনের নিয়ম শুরু হয়েছে তাতে পরিবেশ থেকে এই নতুন ধরণের ব্যাকটেরিয়াকে সঠিক পথে পরিচালিত করাই এখন প্রধান টার্গেট।
প্রতিদিন নানা ধরণের ব্যাকটেরিয়া পরিবেশে তৈরি হয়ে থাকে। সেখান থেকে দেখতে হলে এই সকল ব্যাকটেরিয়াকে অনেক সময় নজরে রাখা যায় না। তবে তার মধ্যে যতগুলিকে দেখা যায় সেগুলিকে নিয়েই এখন চর্চা করে চলেছেন গবেষকরা।
