আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হল। তারা সেখানকার একটি সরকারি স্কুলে উর্দুর পরিবর্তে সংস্কৃত ভাষা বেছে নিতে বলল। এই নির্দেশিকা এসেছে চলতি মাসের ১০ ফেব্রুয়ারি। যে স্কুলটিতে এই নির্দেশিকা এসেছে সেটির নাম মহাত্মা গান্ধী গভঃ স্কুল।
এই স্কুলের কাছে রাজস্থানের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানকার মন্ত্রী জানিয়েছেন, সংস্কৃত শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার টার্গেট নিয়েই এই কাজটি করা হয়েছে। পাশাপাশি সেখানে সংস্কৃত শিক্ষক যারা প্রতি বছর ডিগ্রি নিয়ে পাস করছেন তাদেরকে চাকরি দিতেই সরকার এই ধরণের একটি সিদ্ধান্ত নিয়েছে।
নির্দেশিকাতে বলা হয়েছে সংস্কৃতকে তৃতীয় ভাষা হিসাবে ব্যবহার করতে হবে। সেখানে উর্দুকে বন্ধ করে দেওয়া হবে। সেখানে আরও বলা হয়েছে এই স্কুলে পর্যাপ্ত পরিমানে উর্দুর পড়ুয়া নেই। তাই এখানে সংস্কৃত ভাষাকে বেশি করে প্রাধান্য দেওয়া হল। উর্দুকে এখানে আর তৃতীয় ভাষা হিসাবে বেছে নেওয়া হবে না।
তবে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় স্কুলের শিক্ষকরা। প্রতিবাদ ওঠে অন্য বিভাগেও। ফলে শেষবেলায় ঢোক গিলে নিয়ে মন্ত্রীর মিডিয়া কোঅর্ডিনেটর জানিয়েছেন এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে বিষয়টি নিয়ে গোটা এলাকায় উত্তেজনা তৈরি হয়। কেন এই ধরণের একটি নির্দেশিকা একজন মন্ত্রী দিলেন তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। বিজেপি শাসিত এই রাজ্যে সদ্য ক্ষমতা পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার কাছে বিষয়টি গিয়েছে। তবে তিনি এবিষয়ে কোনও মন্তব্য করেননি।
