আজকাল ওয়েবডেস্ক : একেই হয়তো বলে সুখে থাকতে ভূতে কিলানো। মনের সুখে জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন তিনি বন্ধু। কাল হল হাতের কাছে একটি চিতাবাঘ দেখে। সেটিকে নিজের ঘরের পোষা কুকুর ভেবে আয় আয় বলে ডাকতেই চরম বিপদ। নিমেষে সেখানে এসে হাজির হল চিতাবাঘ। এরপর তার হামলার জেরে সবাই হাসপাতালে। 

 

রবিবার ভয়াবহ এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল এলাকার সাউথ ফরেস্ট ডিভিশন রেঞ্জে। জঙ্গলের খিটৌলি বিটের কাছে শোন নদীর ধারে পিকনিক করছিল একদল যুবক। তখনই পাশের জঙ্গলে দেখা যায় এক চিতাবাঘ। এমন অবস্থায় ওই স্থান থেকে পালিয়ে যাওয়া তো দূর উলটে চিতাবাঘের সঙ্গে মশকরা শুরু করে যুবকরা। 

 

ক্যামেরা বের করে ভিডিও করার পাশাপাশি চিতাবাঘকে 'আয় আয়' বলে ডাক দিতে শুরু করেন বেশ কয়েকজন। প্রথমে কিছু না করলেও, এর পর হঠাৎ তাঁদের দিকে তেড়ে এসে হামলা চালায় চিতাটি। তার আঁচড়-কামড়ে গুরুতর আহত হন তিন জন। 

 

এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাকিরা। তাদের চিৎকারে জঙ্গলে পালিয়ে যায় চিতা। এর পর জখম ৩ জনকে তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনার ৩০ সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

 

ফরেস্ট অফিসার জানিয়েছে যদি তাকে ডাকা না হত তাহলে হয়তো চিতা সেখানে আসতো না। কিন্তু নিজের ভুলে এই ঘটনা হয়েছে।