আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু বিমানবন্দরে ১৪.২ কেজি সোনা-সহ কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের গ্রেপ্তারি নিয়ে গত কয়েকদিনে জোর চর্চা। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে বিপুল সোনা-সহ গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী, তার বাজার মূল্য আনুমানিক ১৪ কোটি ৫৬ লক্ষ টাকা।
সোনা পাচারের চেষ্টায় তাঁকে আটক করে পুলিশ। রান্যার ঘটনায় নাম জড়িয়েছে তাঁর বাবারও। ডিজিপি কে রামচন্দ্র রাও, মেয়েকে সোনা পাচারের কাজে সাহায্য করতেন বলে অভিযোগ। যদিও তিনি সেই অভিযোগ উড়িয়ে দিয়ে সাফ জানিয়েছেন, মেয়ের সঙ্গে কয়েকমাস কার্যত যোগাযোগ নেই তাঁর। তদন্তে উঠে আসে, রাম্যা ১৫ দিনে দুবাই গিয়েছেন চার বার।
এতদূর পর্যন্ত প্রকাশ্যে আসার পর, বুধবার উঠে এসেছে আরও এক তথ্য। কী সেই বিস্ফোরক তথ্য? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, জেরায় রাম্যা জানিয়েছেন, তিনি ইউটিউব দেখে সোনা লুকিয়ে রাখার পন্থা শিখেছেন দিনে দিনে।
সূত্রের খবর, রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)-কে জেরায় তিনি জানিয়েছেন, শরীরে সোনা কীভাবে লুকিয়ে রাখতে হয় তা বোঝার জন্য ইউটিউব ভিডিও দেখেছেন বারবার। তারপরেই আয়ত্ত করেছেন পন্থা। একই সঙ্গে জানা গিয়েছে, জেরায় রান্যা জানিয়েছেন, ভারতে বিদেশী সোনা আনার জন্য দুবাইতে তার প্রথম ভ্রমণের টিকিট বুক করেছিলেন স্বামীর ক্রেডিট কার্ড দিয়েই।
