আজকাল ওয়েবডেস্ক: রণবীর আল্লাবাদিয়া সম্পর্কে উঠে এল নতুন তথ্য। ফলে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মুখে পড়েছেন তিনি। 'গট ল্যাটেন্টে সেক্স উইথ প্যারেন্টস'-এ তাঁর মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।
জানা গিয়েছে, ওই অভিনেতা মাত্র ২২ বছর বয়সে তাঁর ইউটিউব চ্যানেল শুরু করেন। যদিও এই ঘটনার ঢেউ সামলাতে তিনি ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে এর জেরে হাজার হাজার ফলোয়ার্স কমে গিয়েছে। এই বিতর্কের অনেক আগে সম্ভাব্য পাকিস্তানি বংশোদ্ভূত এক অভিনেতা সম্পর্কে তিনি কিছু তথ্য প্রকাশ করেছিলেন। এমনকী ওই অভিনেতার বিরুদ্ধে এফআইআর-ও হয়েছে।
কৌতুকাভিনেতা ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাছিয়ার সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন ওই অভিনেতা। খোলামেলা কথোপকথনের সময়, আল্লাবাদিয়া তাঁর উপাধির উৎপত্তি সম্পর্কে আলোচনা করেন। এর পাশাপাশি তিনি দু'টি আকর্ষণীয় গল্পও শেয়ার করবেন বলে জানান। যার মধ্যে একটি তিনি জানান, অতীতে পাকিস্তানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।
পডকাস্ট চলাকালীন ভারতী সিং, আল্লাবাদিয়াকে জিজ্ঞাসা করেন- তিনি এলাহাবাদ থেকে মুম্বই এসেছিলেন। এর উত্তরে, ইউটিউবার-পডকাস্টার এলাহাবাদ থেকে কোনও সূত্র জানাতে অস্বীকার করেন। এরপর তিনি জানান, এ নিয়ে মোট দু'টি গল্প আছে। একটি তাঁর কাকা তাঁকে বলেছিলেন, এবং অন্যটি তাঁর বাবা জানিয়েছিলেন। এরপরই তাঁর মন্তব্য তিনি দু'টিই শেয়ার করবেন। তিনি যদিও জানেন না কোনটা সত্য।
রণবীর আল্লাবাদিয়া এ দিন কথাপ্রসঙ্গে এও জানান, তিনি প্রথমে পাকিস্তানে ছিলেন। তাঁর পুরো পরিবার পাকিস্তানে ছিলেন, পরবর্তী সময়ে তিনি ভারতে চলে আসেন।
