আজকাল ওয়েবডেস্ক : তিরুপতি মন্দিরে লাড্ডু বিতর্কের জের। এবার অযোধ্যা, প্রয়াগরাজ এবং মথুরায় বিশেষ সতর্ক সেখানকার সরকার। প্রসাদ বিলি নিয়ে যাতে আগামীদিনে আর কোনও বিতর্ক তৈরি না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস ইতিমধ্যেই দাবি করেছেন বাইরের কোনও সংস্থাকে দিয়ে মন্দিরের প্রসাদ তৈরি করা যাবে না।

 

মন্দিরের পুরোহিতদের দেখভালের মধ্যেই যেন সমস্ত প্রসাদ তৈরি করা যায় সেদিকে নজর রাখার দাবি করেছেন তিনি। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, তিরুপতি বালাজির প্রসাদ নিয়ে যে ভয়ানক বিতর্ক তৈরি হয়েছে তা যেন আগামীদিনে না হয় সেদিকে নজর রাখাই এখন প্রধান কাজ।

 

প্রসঙ্গত, দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিরুপতি মন্দিরের লাড্ডু। অভিযোগ, এই প্রসাদী লাড্ডুর মধ্যে নিম্নমানের উপকরণ, মাছের তেল এবং পশুর চর্বি ব্যবহার করা হত। তবে সাময়িকভাবে পুণ্যার্থীদের মধ্যে প্রভাব ফেললেও, লাড্ডু বিক্রিতে কোনও প্রভাব পড়ে নি। বরং অভিযোগের পর লক্ষ লক্ষ লাড্ডু বিক্রি হয় মন্দিরে। 

 

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দাবি, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি থাকত। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদে আসার পর খাঁটি ঘি দিয়েই তৈরি হয় মন্দিরের লাড্ডু। নাইডু বলেন, ওয়াইএসআর কংগ্রেসের আমলে তিরুপতি মন্দিরের বিশেষ যত্ন নেওয়া হত না। এমনকী মন্দিরের লাড্ডু ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি দিয়ে তৈরি হত। তাই খেতেন পুণ্যার্থীরা।