আজকাল ওয়েবডেস্ক: বহু জায়গায় বাস বা মেট্রো নয়, যাতায়াতের প্রধান বা বহুল ব্যবহৃত মাধ্যম হল রেল। যাত্রীদের সুবিধার্থে রেলের অ্যাপ আছে একাধিক। তবে এবার আরও সহজ হবে যাত্রা।  নতুন সুপার অ্যাপ আনতে চলেছে রেল, তেমনটাই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। সূত্র জানাচ্ছে, যাত্রীদের সুবিধার্থে একক প্ল্যাটফর্ম হিসেবে ওই অ্যাপ আনা হবে। এই বছরের শেষেই ওই ‘সুপার অ্যাপ’ চালু করতে চলেছে রেল।

একক প্ল্যাটফর্ম হিসেবে আসতে চলা ওই অ্যাপে কী কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা-

১। ট্রেনের সময়সূচি জানতে, প্ল্যাটফর্ম টিকিট কিনতে, টিকিট বুক করতে সাহায্য করবে।

২। জানা যাচ্ছে এই অ্যাপ তৈরি করছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস অর্থাৎ সিআরআইএস। এতে  রেলওয়ের সমস্ত তথ্য থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হবে।

৩। এই অ্যাপে আইআরসিটিসির সমস্ত পরিষেবা মিলবে। একত্রিকরণের কাজ চলছে বলে জানা গিয়েছে। এমনিতেই আইআরসিটিসির মাধ্যমে সাধারণ মানুষ রেলের টিকিট বুক করে থাকেন। এখনও পর্যন্ত টিকিট কাটার ক্ষেত্রে এটি সর্বাধিক ব্যবহৃত অ্যাপ। ২০২৩-২৪ অর্থবর্ষে আইআরসিটিসি ১১১১.২৬ কোটি আয় করেছে।