আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানা বিধানসভা ভোট দরজার কড়া নাড়ছে। জোরকদমে প্রচারে নামতে চলেছে প্রতিটি রাজনৈতিক দল। লোকসভা ভোটে হরিয়ানাতে জোট করে লড়েছিল কংগ্রেস এবং আপ। তবে সেই জোট বিধানসভাতে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।

 

প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা জানিয়েছেন এই দুই দলের মধ্যে কোনও জোট হওয়ার কথা এখনও হয়নি। এখানে মূলত বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হবে। লোকসভা নির্বাচনে কংগ্রেস এখান থেকে পাঁচটি আসনে জিতেছে। বিজেপি সেখানে আগের বার ১০ টি আসন জিতেছিল। সেই ফলকে মাথায় রেখে একলা চলার নীতি নিতে পারে কংগ্রেস শিবির।

 

যদিও কংগ্রেস শিবির জোটের পথে যাবে কিনা তা দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে চান রাহুল গান্ধী। হরিয়ানা বিধানসভায় ৯০ টি আসন রয়েছে। সেখানে আপকে কটা আসন কংগ্রেস ছাড়বে তা নিয়ে সন্দেহ থাকছেই। বুধবার কংগ্রেস প্রথম দফায় ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করবে।

 

লোকসভা নির্বাচনে আপের সঙ্গে কংগ্রেস জোট করলেও বিধানসভায় সেই জোট কতটা বজায় থাকবে তা নিয়ে সন্দেহ থাকছেই। যদিও আপের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপিকে পরাস্ত করাই আপের প্রধান টার্গেট। তাই সেদিক থেকে দেখলে জোট হতেই পারে। কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল যদিও আগে জানিয়ে দিয়েছিলেন ৯০ আসনের হরিয়ানা নির্বাচনে একলা লড়বে আপ।