আজকাল ওয়েবডেস্ক: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেতে পারেন হাথরাসে। সেখানে পদপিষ্ট হয়ে ইতিমধ্যেই ১২৩ জন মানুষের মৃত্যু হয়েছে। কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কে সি বেনুগোপাল সাংবাদিকদের বলেন, হাথরাসে যাওয়ার পরিকল্পনা করছেন রাহুল গান্ধী। যেভাবে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হয়েছে তা দুঃখজনক। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবেন রাহুল বলে জানান বেনুগোপাল। নিজের শোকবার্তায় রাহুল ইতিমধ্যেই জানিয়েছেন, উত্তর প্রদেশের হাথরাসে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা যন্ত্রণার। যারা আহত হয়েছেন তারা যেন সঠিক চিকিৎসা পান। নিহতদের পরিবারের পাশে রয়েছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের কর্মীরা যেন উদ্ধারকাজে হাত লাগান। প্রসঙ্গত, পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। ভোলে বাবার অনুষ্ঠানে আড়াই লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। কিন্তু সেখানে ৮০ হাজার মানুষের জায়গা ছিল। পুলিশ জানিয়েছে, স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার অনুগামীরাই প্রথমে ধাক্কাধাক্কি শুরু করে। এরপরই এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভোলে বাবা পলাতক। যদিও তার আইনজীবী পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের দল গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
