আজকাল ওয়েবডেস্ক: ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার পাঞ্জাবের ডিআইজি হরচরণ সিং ভুল্লারের কাছ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) নগদ প্রায় প্রায় পাঁচ কোটি টাকা,দেড় কেজি ওজনের সোনা, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য দামী সম্পদ উদ্ধার করেছে।

রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ভুল্লার, একজন স্ক্র্যাপ ডিলারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন।
কয়েকদিন আগে তাঁর নামে পুলিশে অভিযোগ দায়ের করেন আকাশ বাট্টা নামের এক তাঁর অভিযোগ, আট লক্ষ টাকা না দিলে মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানার হুমকি দিয়েছিলেন ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার হরচরণ সিং ভুল্লার। 

বৃহস্পতিবার মামলাটি নথিবদ্ধ করে সিবিআই। জানা গিয়েছে, অভিযুক্ত অফিসারের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণ নামে তাঁর এক সহযোগীকে। ওই ব্যক্তিই যে কোনও ঘুষের ক্ষেত্রে মধ্যস্থতার কাজ করতেন বলে অভিযোগ।

আরও পড়ুন-  এনডিএ জিতলে ফের নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী? অমিত শাহের মন্তব্যে জল্পনা বাড়ল

রীতিমতো ফাঁদ পেতে পুলিশ ভুল্লার ও তাঁর সহযোগীকে পাকড়াও করে। ভুল্লারের দাবি মেনে কৃষ্ণকে টাকা দিতে পৌঁছন অভিযোগকারী ব্যবসায়ী আকাশ। কৃষ্ণ টাকা নিতেই পুলিশ সেখানে হাজির হয়ে তাঁকে গ্রেপ্তার করে। সেই সঙ্গেই ফোনে টাকার বিষয়টি ওই ব্যক্তির কাছে স্বীকার করতেই গ্রেপ্তার করা হয় ভুল্লারকেও। দুই অভিযুক্তকে শুক্রবার আদালতে পেশ করা হবে।

গ্রেফতারের পর, সিবিআই পাঞ্জাব এবং চণ্ডীগড়ে ভুল্লারের সঙ্গে সম্পর্কিত একাধিক স্থানে তল্লাশি চালিয়ে ১৫টিরও বেশি সম্পত্তির নথি, দু'টি বিলাসবহুল গাড়ির (মার্সিডিজ এবং অডি) চাবি, ২২টি বিলাসবহুল ঘড়ি, বেশ কয়েকটি লকারের চাবি, ৪০ লিটার আমদানি করা মদ এবং একটি ডাবল-ব্যারেল বন্দুক, একটি পিস্তল, একটি রিভলবার এবং গুলি-সহ একটি এয়ারগান উদ্ধার করে। মধ্যস্থতাকারীর কাছ থেকে নগদ ২১ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।