আজকাল ওয়েবডেস্ক: গুলেন বেরি নিয়ে সতর্ক পুনে প্রশাসন। এবার সেখানকার ৮ টি জলের প্ল্যান্টকে আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। এই জলের প্ল্যান্টগুলিকে কিছুদিন আগেই ফের কাজ চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এবার ফের একবার সেগুলিকে বন্ধ করে দেওয়া হল।
এই জলের প্ল্যান্টগুলি যেখানে রয়েছে সেগুলি সবই সিনহাগাদ রোডের কাছে। এই এলাকায় ফের যাতে নতুন করে গুলেন বেরি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যেই এই ব্যবস্থা নেওয়া হল। মোট ৩০ টি জলের প্ল্যান্টে গিয়ে সেখানকার জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এরপরই সেখানকার জল পানের উপযুক্ত নয় বলে জানিয়ে দেওয়া হয়েছিল।
পুনের জল দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে গুলেন বেরি নিয়ে তারা বিশেষ চিন্তিত। এটি জলবাহিত রোগ বলে এখানকার জলের প্রতিটি প্ল্যান্টগুলিতে বিশেষ নজরদারি চলছে। সেখানে যদি জলের গুনমান নিয়ে কোনও সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে সেখানে তারা কড়া পদক্ষেপ নেবেন।
গুলেন বেরি নিয়ে বেশ কয়েকটি নতুন নির্দেশিকা জারি করেছে পুনের দপ্তর। যেসব জলের প্ল্যান্টগুলি রয়েছে সেগুলিতে বারে বারে সমীক্ষা চালানো করা হচ্ছে। এবিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশিকা জারি করেছে তাকে মেনে চলাই প্রধান কাজ বলে জানিয়ে দিয়েছে পুনের পুরসভা।
গুলেন বেরি নিয়ে কয়েকমাস আগে পুনেতে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। এটি ছিল মূলত জলবাহিত রোগ। যদি বিশুদ্ধ পানীয় জল না কেউ পান করে তাহলে সেখান থেকে গুলেনবেরি রোগ ছড়াতে পারে বলেই চিকিৎসকার জানিয়েছিলেন।
তবে প্রশাসন এবং পুরসভা তৎপরতার সঙ্গে এই রোগকে নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। তারা প্রথমেই বিভিন্ন জলের প্ল্যান্টগুলিকে টার্গেট করেন। সেখান থেকেই পানীয় জলের গুনমান নিয়ে তাদের কাছে যে রিপোর্ট আসে সেখান থেকেই তারা গুলেন বেরি নিয়ে নির্দেশিকা জারি করেন। এরপরই ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে গুলেন বেরি।
