আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে যাওয়ার পথে যানজটে দীর্ঘক্ষণ আটকে পড়লেন অন্তঃসত্ত্বা। পেটের যন্ত্রণায় সেসময় তিনি ছটফট করছিলেন। হাসপাতালে পৌঁছনোর আগেই গাড়িতে মর্মান্তিক পরিণতি ঘটল। অন্তঃসত্ত্বার গর্ভেই মৃত্যু হল সন্তানের। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জে। গড়িমা পাণ্ডে নামের তরুণীর পরিবার জানিয়েছে, সেদিন আচমকা তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। হাসপাতালে পৌঁছনোর আগে ২৭ নম্বর জাতীয় সড়কে টোলপ্লাজার সামনে গাড়িটি যানজটে আটকে পড়ে। দীর্ঘক্ষণ টোলপ্লাজার সামনে যানজট ছিল। 

তরুণীর পেটে যন্ত্রণা আরও বাড়তে থাকায়, টোলপ্লাজার ম্যানেজার ও কর্মীদের সাহায্য চেয়েছিল পরিবার। কোনওভাবে তাঁদের গাড়িটিকে হাসপাতালে যাওয়ার সুযোগ করে দিতে বলেছিলেন। কিন্তু পরিবারের অভিযোগ, টোলপ্লাজার ম্যানেজার, কর্মীরা কেউই কোনও অনুরোধে সাড়া দেননি। হাসপাতালে যাওয়ার পর জানা যায়, তরুণীর গর্ভেই সন্তানের মৃত্যু হয়েছে। 

এ ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। টোলপ্লাজার ম্যানেজার, কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে গড়িমার পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।