আজকাল ওয়েবডেস্ক:‌ গর্ভে রয়েছে সন্তান। পরিবারের সঙ্গে হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা তরুণী। অ্যাম্বুল্যান্সে হাসপাতালে যাওয়ার সময় ঘটল বিপত্তি। অ্যাম্বুল্যান্স থেকে নামতেই আগুন ধরে যায় গাড়িতে। সেই আগুনেই নিমেষের মধ্যে গাড়ির ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে অ্যাম্বল্যান্সটি।


ভয়াবহ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। অ্যাম্বুল্যান্স করে এরান্দল সরকারি হাসপাতাল থেকে জলগাঁও জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল অন্তঃসত্ত্বা তরুণীকে। অ্যাম্বুল্যান্সে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। জাতীয় সড়কের উপর দিয়ে যখন ছুটছিল গাড়িটি, তখন হঠাৎ চালক লক্ষ্য করেন যে বনেট থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। তখন গাড়িটি ছিল দাদা ওয়াড়ি এলাকায়। 


বিপদের গন্ধ পেয়েই অ্যাম্বুল্যান্স চালক গাড়ি থেকে নেমে ইঞ্জিন পরীক্ষা করতে যান। অ্যাম্বুল্যান্স থেকে নেমে দাঁড়াতে বলেন গর্ভবতী তরুণী ও তাঁর পরিবারকে। এরপর আচমকাই গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। সকলে দূরে যরে যান। আচমকা বিস্ফোরণ হয়। শূন্যে উড়ে যায় গাড়িটি। জানা যায়, অ্যাম্বুল্যান্সের ভিতরে রাখা অক্সিজেন সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ। 


এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওয় দেখা গেছে, শূন্যে উড়ে গিয়েছে গাড়িটি। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানলার কাচ ভেঙে যায়। তবে প্রাণে বেঁচে গেছেন অন্তঃসত্ত্বা তরুণী।