আজকাল ওয়েবডেস্ক: চূড়ান্ত জল্পনার অবসান। ভোটকুশলী, রাজনীতিক প্রশান্ত কিশোর বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ছেন না। মঙ্গলবার বড়সড় ঘোষণা করলেন জন সুরজ পার্টির নেতা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাফ জানিয়ে দিলেন, তিনি এবার ভোটে লড়ছেন না। বরং পিছনে থেকে দলের হয়ে কাজ করবেন। 

 

ভোটকুশলী প্রশান্ত কিশোর যে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা গতকাল, মঙ্গলবারেই খানিকটা আন্দাজ করেছিলেন বিশেষজ্ঞরা। জন সুরজ পার্টির তরফে রাঘোপুর বিধানসভা কেন্দ্রে চঞ্চল সিংকে প্রার্থী ঘোষণা করার পরেই জল্পনা বাড়তে আরম্ভ করেছিল। অতীতে প্রশান্ত কিশোর নিজেই জানিয়েছিলেন, তিনি যদি প্রার্থী হন, তবে রাঘোপুর বা তাঁর নিজের এলাকা কারগাহার বিধানসভা কেন্দ্রের হয়ে লড়বেন। 

 

প্রথমে কারগাহার বিধানসভা কেন্দ্রে রীতেশ রঞ্জন পান্ডেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপর রাঘোপুর বিধানসভা কেন্দ্রে চঞ্চল সিংকে প্রার্থী ঘোষণা করে দল। পছন্দসই দুই বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরেই, প্রশান্ত কিশোরের ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়ে জল্পনা বাড়তে থাকে। 

 

ভোটে না লড়ার সিদ্ধান্ত জানানোর পর প্রশান্ত কিশোর আরও দাবি করেছেন, ১৫০ আসন দখল করতে পারে জন সুরজ দল। এবার এনডিএ জোট পরাজিত হতে চলেছে। নীতীশ কুমারের জেডিইউ ২৫ আসন দখল করতে পারে। কোনও মতেই নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন না। 

 

আরও পড়ুন: এত বড় বিশ্বাসঘাতকতা! বিয়ে করছেন প্রেমিকা, খবর পেয়েই সকলের চোখের সামনে তরুণ যা করলেন, জানলে চোখ কপালে উঠবে

 

প্রসঙ্গত, ২৪৩ আসনের বিহার বিধানসভায় ৬ এবং ১১ নভেম্বর দু’টি ধাপে ভোটগ্রহণ হবে এবং নির্বাচনের ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে। গত শুক্রবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। মাত্র ৫১ জনের নাম রয়েছে তালিকায়। তালিকায় রয়েছেন প্রাক্তন আমলা, আইনজীবী, চিকিৎসক। 

 

একই সঙ্গে উল্লেখ্য, ৫১ জনের তালিকায় নাম ছিল না প্রশান্ত কিশোরের। বেগুসরাই, চম্পারণ, মুজফফরপুর, মধুবনী-সহ মোট ৫১ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে জেএসপি। পাটনা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা ওপেন ইউনাভার্সিটির প্রাক্তন ভিসি কেসি সিনহা, যিনি গণিতের উপর তাঁর জনপ্রিয় বইয়ের সিরিজের জন্য বেশি পরিচিত, তিনি পাটনার কুমহরার আসন থেকে পিকে-র দলের প্রার্থী, অন্যদিকে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আরকে মিশ্রকে দারভাঙ্গা থেকে প্রার্থী করা হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট ওয়াইভি গিরিকে মাঝি থেকে প্রার্থী করা হয়েছে, এবং ভোজপুরি অভিনেতা রীতেশ পান্ডেকে কারগাহার আসন থেকে প্রার্থী করা হয়েছে। তালিকায় নিজ নিজ এলাকায় জনপ্রিয় একাধিক চিকিৎসক রয়েছেন।