আজকাল ওয়েবডেস্ক: বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় অনিয়মের অভিযোগে পাটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন জন সুরজ দলের নেতা প্রশান্ত কিশোর। সোমবার ভোরে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিপিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা। তাঁদের পাশে দাঁড়িয়ে ২ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেন প্রশান্ত। জেলাশাসক জানিয়েছেন, তাঁকে আদালতে হাজির করানো হবে।
সোমবার ভোরে একটি অ্যাম্বুলেন্সে তুলে ধর্নাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর পরেই জন সুরজ দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। দলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ প্রশান্ত কিশোরকে গান্ধী ময়দান থেকে তুলে নিয়ে গিয়ে তাঁর অনশন ভাঙার চেষ্টা করছে। তাঁকে এমসে নিয়ে যাওয়া হয়েছে। অনশন ভাঙার প্রচেষ্টা বিফল হওয়ার পর তাঁকে নতুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এমসের বাইরে প্রশান্তের অনুরাগীদের উপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ দলের।
বিপিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি তোলা হয়েছে। যদিও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে কমিশন। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে প্রতিবাদী পরীক্ষার্থীদের বলপূর্বক সরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন। প্রশ্নফাঁসের অভিযোগে প্রথম দিন থেকে সরব পিকে। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। কিন্তু সরকার নিরুত্তাপ।
আন্দোলন পর্বের প্রথম থেকেই পিকে-র নিশানায় রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আগামী ৭ জানুয়ারি জন সুরজ দল হাই কোর্টে আপিল করবে বলে জানিয়েছেন প্রশান্ত। ২ জানুয়ারি থেকে গান্ধী ময়দানে অনশন শুরু করেছেন তিনি। প্রশান্ত জানিয়েছেন, বিহার সরকার তাঁদের দাবি না মানলে আমরণ অনশন চালিয়ে যাবেন। সোমবার অনশনের পঞ্চম দিনে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।
