আজকাল ওয়েবডেস্ক: সরকারি হাসপাতাল। ভর্তি রোগীরা। বিদ্যুৎ নেই। তার মাঝেই এমন ঘটনা ঘটল, বরখাস্ত করা হল তেলেঙ্গানার ওই হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, জহিরাবাদ এরিয়া হাসপাতালের ইনচার্জ সুপারিনটেন্ডেন্ট ভি. শ্রীধর কুমারকে অবহেলার অভিযোগে রাজ্য স্বাস্থ্য বিভাগ বরখাস্ত করেছে।

ঠিক কী ঘটেছে? এই গোটা ঘটনা প্রকাশ্যে আসে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে দেখা গিয়েছে, বিদ্যুৎহীন অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন রোগীরা। তাদের চিকিৎসা চলছে মোবাইলের আলোয়। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।

?ref_src=twsrc%5Etfw">May 31, 2025

তবে ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে সে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের ফলে বিশেষ করে জরুরি বিভাগে বড় ধরনের বিঘ্ন ঘটে। যদিও হাসপাতালে একটি ব্যাকআপ জেনারেটর ছিল, তবুও এটি চালু করতে বিলম্ব হয়েছিল।

জানা গিয়েছে, এই ঘটনা সামনে আসতেই, তেলেঙ্গানা স্বাস্থ্য বিভাগ রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে নতুন নির্দেশিকা জারি করেছে, সুপারিন্টেন্ডেন্টদের নির্দেশ দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে ব্যাকআপ জেনারেটর সর্বদা প্রস্তুত এবং কার্যকর রাখা নিশ্চিত করতে।