আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কের মত আরও একটি বিশ্বাসের প্রতিষ্ঠান রয়েছে যেখানে নিশ্চিত মনে বিনিয়োগ করা যায়। সেটি হল পোস্ট অফিস। এখানে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার থাকে ৭.৫ শতাংশ করে। এখানে ট্যাক্সের ক্ষেত্রেও কিছু সুবিধা থাকে। এই ফিক্সড ডিপোজিট আপনার টাকাকে তিনগুণ বাড়িয়ে তুলতে পারে। যদি নিজের টাকা পোস্ট অফিসে তিনগুণ করে তুলতে চান তাহলে এই ফিক্সড ডিপোজিটের সময়সীমা বাড়িয়ে করতে হবে ১৫ বছর। যদি আপনি ১০ লক্ষ টাকা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারেন তাহলে সেটি ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে হবে ৪ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ টাকা। এই টাকা মিলবে ৫ বছরে। আপনি মোট পাবেন ১৪ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ টাকা।
তবে যদি এই স্কিমে আরও ৫ বছর বেশি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি পাবেন ১১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা। তাহলে ১০ বছর পর আপনি পাবেন ২১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা। এরপর সেই বিনিয়োগ আরও ৫ বছর ধরে যদি বাড়াতে পারেন তাহলে আপনি পেতে পারেন ২০ লক্ষ ৪৮ হাজার ২৯৭ টাকা। তবে মোট ১৫ বছরের সুদ দেখলে আপনি পেয়ে যাবেন ৩০ লক্ষ ৪৮ হাজার ২৯৭ টাকা।
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট গোটা দেশের ক্ষেত্রে একই নিয়ম করে থাকে। সুদের হারও এক থাকে। তবে দীর্ঘসময় ধরে যদি এখানে বিনিয়োগ করা হয় তাহলে নিজের টাকাকে তিনগুণ করে তুলতে পারবেন। সেখানে কোনও বাধা থাকবে না।
