আজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিসে যদি টাকা রাখতে পারেন তাহলে চিন্তা থেকে দূরে থাকতে পারবেন। এখানে সিনিয়র সিটিজেনদের জন্য বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যেখানে বিনিয়োগ করলে ব্যাঙ্কের থেকে বেশি সুদের হার পাবেন। এই অ্যাকাউন্ট আপনি সিঙ্গল বা জয়েন্ট দুভাবেই করতে পারবেন। পোস্ট অফিসের এমন বেশ কয়েকটি স্কিম রয়েছে যেগুলি নিয়ে সাধারণ মানুষ আজও জানেন না।
এই তালিকায় সবার আগে রয়েছে কিষাণ বিকাশ পত্র। এটি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত। এখানে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ। এখানে ভাল সুদের পাশাপাশি নিশ্চিত রিটার্ন রয়েছে। এখানে ১৫০০ টাকা থেকে শুরু করে ৯ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনি ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন। এখানে সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ।
রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এখানে বিনিয়োগ করলেও গ্যারান্টি রিটার্ন এবং সুরক্ষা পাওয়া যায়। এটিও সিঙ্গল এবং জয়েন্ট দুভাবেই করতে পারবেন। এখানে বছরে ৭.৭ শতাংশ হারে সুদ মিলবে।
এখানে রয়েছে মহিলা সম্মান চেতন সার্টিফিকেট। এটি শুধুমাত্র মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে। এখানে বছরে সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ। তাহলে দেখুন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় পোস্ট অফিসে আপনি অনেক বেশি টাকা সুদ পাবেন। শুধু নিজের টাকা বিনিয়োগ করার আগে পোস্ট অফিসে গিয়ে সমস্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন।
