আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে হায়দরাবাদে সম্ভাব্য বিস্ফোরণের ছক নস্যাৎ হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই জঙ্গি, অভিযুক্ত — ভিজিয়ানাগরামের সিরাজ ও হায়দরাবাদের সামিরকে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা একটি ডামি বিস্ফোরণের মাধ্যমে বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের নির্দেশ দিচ্ছিল সৌদি আরবের আইসিস মডিউল। সিরাজ ভিজিয়ানাগরাম থেকে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করেছিল।

এই অভিযানে তেলেঙ্গানা কাউন্টার ইন্টেলিজেন্স ও অন্ধ্রপ্রদেশ গোয়েন্দা বিভাগ অংশ নেয়। এদিকে, জম্মু-কাশ্মীরের পাহালগাঁও-এ সাম্প্রতিক জঙ্গি হামলার পর একাধিক রাজ্যে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এছাড়া, গত শুক্রবার জাতীয় তদন্ত সংস্থা (NIA) পাঞ্জাবে ১৫টি স্থানে হানা দেয়। এই স্থানগুলি গ্যাংস্টার হ্যাপি পাসিয়ানের সঙ্গে যুক্ত, যিনি পাকিস্তানের খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিন্দার ঘনিষ্ঠ বলে জানা গেছে। তদন্ত চলছে গুরদাসপুরে পুলিশের স্টেশনে গত ডিসেম্বরে গ্রেনেড হামলার ঘটনায়।

পাহালগাঁও-এ ২২ এপ্রিলের হামলায় পাকিস্তানি ও স্থানীয় লস্কর-ই-তইবা জঙ্গিরা জড়িত ছিল বলে জানা গেছে। তবে এখনো তারা পলাতক।